রাজশাহীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কর্ণহার থানা পুলিশ দারুসা বাজার থেকে তাদের গ্রেফতার করে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেফতাররা হলেন, কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে জমসেদ আলী এবং একই থানার হুজরিপাড়ার রফিকুল ইসলামের ছেলে হাসান আলী। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসামি জমসেদ আলী ও হাসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে তাদের গোপন সংবাদের ভিত্তিতে দারুসা বাজার থেকে গ্রেফতার করা হয়।