নদীকৃত্য দিবসে জৈন্তাপুরে চিত্রাংকন
খুদে আঁকিয়েদের তুলির আঁচড়ে বাংলার নদী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আদিবার বয়স মাত্র ৭। জীবনে এখনো তার নদী দেখার সুযোগ হয়নি। তবে মুঠোফোনে সে নদীর অপরূপ সৌন্দর্য দেখেছে বারবার। কল্পনার সে নদীকে সে নিজের মতো করে ফুটিয়ে তুলে প্রথম পুরস্কার জিতে সবাইকে অবাক করেছে। তুলির আঁচড়ে বাংলার চিরচেনা নদীকে না দেখেই সৃষ্টিসুখের উল্লাসে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় খুদে আঁকিয়েরা এভাবে নিজের প্রতিভা আর কল্পনার সমন্বয়ে বাংলার চিরায়ত নদীর চিত্র তুলে আনার চেষ্টা করেছে। সারি নদী বাঁচাও আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরা-ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার সকালে জৈন্তাপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ যোহরা সানিয়া, অধ্যাপক মনোজ কুমার সেন, প্রদিপ লানং। আব্দুল হাই আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সারি নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক হোসেন মিয়া, সাইফুল ইসলাম বাবু, অমলেন্দু চক্রবর্র্তী প্রমুখ। প্রতিযোগিতায় ক বিভাগে নুসরাত জাহান আদিবা ও খ বিভাগে রাইয়ান মল্লিক প্রথম স্থান অর্জন করে।