সিলেটে ফুলতলীর পীরের মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিলেটের ফুলতলীর পীর মাওলানা আবদুল লতিফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার খতমে কুরআন, খতমে বুখারি, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় এতিমখানার হাজারও এতিমকে নিয়ে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরীর যৌথ পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন মিসরের আল আযহার ইউনিভার্সিটির দাওয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সায়্যিদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আল হাসানী, শায়খুল হাদীস হবিবুর রহমান, ভারতের উজানডিহির পীর মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী, সাংবাদিক মাওলানা কবি রুহুল আমীন খান, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী প্রমুখ।