Logo
Logo
×

বাংলার মুখ

রাজশাহীতে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

দামুড়হুদা দশমিনা কাউখালী আদমদীঘি ফরিদগঞ্জে ৬ জনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাত ভাই। পটুয়াখালীর দশমিনায় খালে নেমে এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় দীঘিতে লাফ দিয়ে গোসলে নেমে কাদায় আটকে ২ শিশুর মৃত্যু হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে এক কিশোর মারা গেছে। যুগান্তর প্রতিনিধিরা জানান- রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দের ছেলে অনন্ত (৭) এবং নীরেনের ছেলে নির্ঝর (৯)। এ দুই শিশু সম্পর্কে খালাত ভাই। পটুয়াখালীর দশমিনায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ইয়াছিন (১১) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা দামুড়হুদা দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে দিঘির পানিতে লাফ দিয়ে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব (৭) ও নূরানী মাদ্রাসার ছাত্র ও একই এলাকার হবির ছেলে হুসাইন (৮) ২য় শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়া এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিহাব ও হোসাইন ঈশ্বরচন্দ্রপুরে দিঘের পানিতে গোসল করতে যায়। এ সময় দিঘের ওপর থেকে পানিতে লাফ দিলে পানির নিচে কাদার সঙ্গে মারা যায়। চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে তানজিনা মানহা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামে ঘটে। জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামের তাজুল ইসলামের ৩ বছরের মেয়ে তানজিনা মানহা মঙ্গলবার সকালে খেলার সময়ে সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে ভেসে থাকতে দেখে লোকজন দ্রুত ফরিদগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরের পানিতে ডুবে জাহিদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদ ওই এলাকার মো. আসাদুলের ছেলে। পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার উপজেলার চিড়াপাড়া গ্রামের তারেক মুন্সির ছেলে মহিদুল (১৬) দুপুরে বাড়ির পাশে খালে পানিতে ডুবে অচেতন হয়ে পড়েলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপ্ত কুন্ডু তাকে মৃত্যু ঘোষণা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম