মির্জাগঞ্জে খালে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
রৌমারীতে ছাত্র নিখোঁজ, ঈশ্বরদী ও কিশোরগঞ্জে ডুবল ৪ শিশু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। এদের মধ্যে দুইজন ভাইবোন। নীলফামারীর কিশোরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে ক্যানেলে ঝাঁপ দিয়ে এক শিশু মারা গেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :
রৌমারী (কুড়িগ্রাম) : ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাহিদ (১১) নামের এক স্কুল পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে। দীর্ঘ ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও তার স্বজনরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া চৌরাস্তা মোড়ে ব্রহ্মপুত্র নদে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার উপজেলার আকন্দপাড়া গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে নাহিদ ও নাইমসহ ৭-৮ জন ছেলে ওই নদীতে গোসল করতে যায়। এ সময় সবাই গোসল করে কিনারায় উঠলেও নাহিদ নিখোঁজ রয়েছে।
মির্জাগঞ্জ ও দক্ষিণ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আমড়াগাছিয়া ইউয়িনের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু বৃষ্টি রানী (৯) রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে। আর সুদিপ্ত চন্দ্র মিস্ত্রি (৭) সুবির চন্দ মিস্ত্রির ছেলে। সম্পর্কে দুজন চাচাতো ভাইবোন। বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহরাব হোসেন।
ঈশ্বরদী (পাবনা) : পুকুরের পানিতে ডুবে পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুরা হলো-সাড়া গোপালপুরের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে নানার বাড়িতে এসে ব্রিজ থেকে ক্যানেলের পানিতে ঝাঁপ দেওয়ায় অরন্য রায় (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বাহাগিলী ইউনিয়নের শুকান ডাঙ্গার হাট সংলগ্ন তিস্তা সেচ প্রকল্পের বগুড়া ক্যানেলে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটি দক্ষিণ বাহাগিলী কাছারীপাড়া গ্রামের কার্তিক হাজেরার নাতি ও নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ ইউনিয়নের শুকদান গ্রামের কমল চন্দ্রের ছেলে।