
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৮ এএম
ভৈরবে পাদুকা শিল্প মেলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাদুকা মেলা। স্থানীয় ব্যবসা খাতকে শক্তিশালী করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা। ভৈরবে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের শুরু হয়েছে তিন দিনব্যাপী পাদুকা শিল্প মেলা। পাদুকা শিল্প মেলা ৫ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সুইসকন্টাস্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় সর্বমোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। ঢাকা, কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাগণ স্বতঃস্ফূর্তভাবে এ মেলায় অংশগ্রহণ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প প্রবৃদ্ধির সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উৎপাদিত পাদুকা জাতীয়ভাবে সারা দেশে বাজারজাত প্রসারিত করার লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় সারা দেশের প্রায় ৯শ ক্রেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি লিঃ সভাপতি মো. আল আমিন মিয়া বলেন, ভৈরবের পাদুকা শিল্পে উন্নত বাজার সংযোগ নিশ্চিতকরণে ও জাতীয় পায়ে উৎপাদিত পণ্যের যথাযথ বাজারজাতকরণে এ ধরনের মেলার আয়োজন সময়ের দাবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি খাত যদি একত্রে কাজ করে, তাহলে পোশাক খাতের মতোই এ শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।