Logo
Logo
×

বাংলার মুখ

বরগুনায় বৃদ্ধা কমলগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

Icon

বরগুনা ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড়তালেশ্বর গ্রামে নদীর পাড়ে জঙ্গল থেকে আলেয়া (৬০) নামের এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্বার করেছে পুলিশ। বামনা থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।

জানা যায়, সোমবার বিকালে আলেয়া বেগম ৪টি ছাগল চড়াতে নদীর পাড়ে এসে আর বাড়িতে ফিরে আসেননি। সন্ধ্যায় বাড়ির লোকজন তাকে খোঁজ করতে এসে বাড়ি থেকে প্রায় ১শ গজ দূরে জঙ্গলে তার শাল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত ৯টায় পুলিশ আলেয়ার মৃতদেহ উদ্বার করে। আলেয়া বেগমের বাড়ির লোকজনের ধারণা, দুর্বৃত্তরা আলেয়া বেগমের কান থেকে স্বর্ণের দুলসহ ৪টি ছাগল ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করে হত্যা করেছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, আলেয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বিপুল বাউরী (৭০) নিখোঁজের ৫ দিন পর খিন্নী ছড়া থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলীনগর চা বাগানের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বিপুল বাউরী নিখোঁজ হন। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। ১৮ জুলাই নিহতের ভাতিজা অনন্ত কুমার বাউরী বাদী হয়ে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়নের উত্তর কালিপুর গ্রাম এলাকায় খিন্নীছড়ায় এলাকাবাসী লাশ ভেসে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি ৫০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম