Logo
Logo
×

বাংলার মুখ

নোয়াখালীতে গৃহকর্মীর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াখালীতে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে। নিহত মাহিনুর আক্তার (১৯) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের নুরুল হকের মেয়ে। পুলিশ বৃহস্পতিবার রাত ৯টায় লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ভাই মামুন অভিযোগ করেন, ১ বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার শান্তনালয় নামক বাসায় গৃহপরিচারিকা হিসেবে যোগদান করে। গৃহকর্তা বাবু ও তার পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকালে মাহিনুরকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের লাশ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম