Logo
Logo
×

বাংলার মুখ

মধুপুরে নানা বাড়িতে এসে প্রাণ গেল শিশুর

কচুয়া ও ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মধুপুরে নানা বাড়িতে বেড়াতে এসে সোমবার বিদ্যুৎস্পৃষ্টে কেরানীগঞ্জের শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে চাঁদপুরের কচুয়ায় যুবক ও ময়মনসিংহের ভালুকায় শ্রমিকের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঢাকার কেরানীগঞ্জের কুয়েত প্রবাসী মনির হোসেন মনির ছেলে। ঈদুল ফিতরে তার বাবা দেশে আসার কথা ছিল। বাবার সঙ্গে দেখা হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছে মহিবুল্লাহ। সোমবার মধুপুরের দিগরবাইদ বাজারে নানা আরশেদ আলীর চালের মিলের তারে জড়িয়ে সে মারা যায়। মহিবুল্লাহর মা রত্না বেগম জানান, তার স্বামী কুয়েত থেকে আসলে ছেলের লাশ দাফন করা হবে।

কচুয়া (চাঁদপুর) : কচুয়ার সোমবার বজুরীখোলা গ্রামে মোটরচালিত মেশিন দিয়ে দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সবর মুন্সীর ছেলে।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকার মল্লিকবাড়ি গ্রামে সোমবার বিদ্যুতের খুঁটিতে লাইন সংযুক্ত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হাতেম আলীর ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম