Logo
Logo
×

বাংলার মুখ

খুলনায় জাতীয় উন্নয়নে অঙ্গীকার শীর্ষক সংলাপ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় শিক্ষা, শোভন কর্মসংস্থান ও জেন্ডার সমতা বিষয়ে জাতীয় উন্নয়নে অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নগরীর আভা সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালক-সিপিডি ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

সুজন খুলনার সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অন্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন খুলনাঞ্চলের নারীনেত্রী সুতপা বেদজ্ঞ ও বাগেরহাট নারী নেটওয়ার্কের সভাপতি পারভীন আহমেদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম