মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সম্মাননা স্মারক, সম্মানি ভাতা ও উপহারসামগ্রী দিয়ে বরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের সম্মাননা স্মারক, সম্মানি ভাতা ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
শেরপুর : জেলা প্রশাসক মোমিনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, আ.লীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবু সালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরো, সিভিল সার্জন চিকিৎসক একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোখলেসুর রহমান আকন্দ প্রমুখ।
হবিগঞ্জ : জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু ও আব্দুর রহিম জুয়েল, আ.লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
কলমাকান্দা (নেত্রকোনা) : সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি মো. আব্দুল আহাদ খান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মজিবুর রহমান লাল মিয়া প্রমুখ।
স্বরূপকাঠি (পিরোজপুর) : মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক. পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মো. নজরুল ইসলাম প্রমুখ।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইউএনও কামরুন্নাহার শেফা, সহকারী কমশিনার (ভূমি) অহনা জিন্নাহ, আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, বীর প্রতীক এনায়েত হোসেন সুজা, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার, ওসি মুহাম্মদ মহব্বত কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম ও মাহবুবুর রশিদ খুরম প্রমুখ।
আমতলী (বরগুনা) : ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আ.লীগ সভাপতি এমএ কাদের মিয়া। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, নুরুল ইসলাম মৃধা, মনিরুল ইসলাম তালুকদার প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) : প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম। ইউএনও সীমা রানী ধরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, নিজামুল হক নান্না, আ. রশীদ মৃধা, যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।
কাউখালী (পিরোজপুর) : ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আ.লীগের সভাপতি একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনিল কুণ্ডু প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) : ইউএনও মো. আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ওসি মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার তনু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আ.লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, গোলাম মোস্তাফা সরদার, শফিকুল ইসলাম টিটু তালুকদার প্রমুখ।
কাঁঠালিয়া (ঝালকাঠি) : ইউএনও সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, ফাতিমা খানম, ওসি মো. মুরাদ আলী, আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন। আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফোরকান, হারুন অর রশিদ, মো. মিঠু সিকদার, বীর মুক্তিযোদ্ধা অমুল্য চন্দ্র বেপারী, সাহানা সিদ্দিকা, অধ্যাপক আবদুল হালিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।
বাবুগঞ্জ (বরিশাল) : ইউএনও মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বীর প্রতীক রত্তন আলী শরীফ, সাবেক কমান্ডার আনিচুর রহমান সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ওসি মো. মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, আ.লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল) : ইউএনও চিত্রা শিকারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য জোয়াহেরুল ইসলাম। আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়া, প্রেস ক্লাব সভাপতি ইকবাল গফুর, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ।
বড়লেখা (মৌলভীবাজার) : ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে কৃষি কর্মকর্তা দেবল সরকার ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, আ.লীগ সহ-সভাপতি প্রণয় কুমার দে, বীর মুক্তিযোদ্ধা তবারক হোসেন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
কলমাকান্দা (নেত্রকোনা) : উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি মো. আব্দুল আহাদ খান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া প্রমুখ।
মদন (নেত্রকোনা) : ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বুলবুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কদ্দুছ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, শাহজাহান খান প্রমুখ।
মধুপুর (টাঙ্গাইল) : উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান, ইউএনও শামীমা ইয়াসমীন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আ.লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ।
গৌরনদী (বরিশাল) : ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বীরবিক্রম, ওসি আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ফরহাদ মুন্সী, পৌর আ.লীগ সভাপতি মনির হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আকন, হালিম সরদার, আ. হক ঘরামী প্রমুখ।
চুনারুঘাট (হবিগঞ্জ) : ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলে পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ওসি মো. আলী আশরাফ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ. ছামাদ, সাবেক কমান্ডার আব্দুল খালেক, আ. গাফ্ফার, আ.লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) : প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় ও ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে বক্তব্য দেন ওসি শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাবেক কমান্ডার শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, সেলিম রেজা, নওশেদ আলী, আমিনুল হক, আজামল হক প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) : ইউএনও মো. বশির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ-সদস্য ডা. রুস্তম আলী ফরাজি, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন, আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, রফিকুল ইসলাম জালাল প্রমুখ।
ডামুড্যা (শরীয়তপুর) : ইউএনও নাহিয়ান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির বাচ্চু ছৈয়াল, ওসি শরীফ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার বেপারী প্রমুখ।