Logo
Logo
×

বাংলার মুখ

পৌরসভা নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরশুরামের মেয়র কাউন্সিলররা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরশুরাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। বুধবার বিকাল ৩টায় তাদেরকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী জানান, মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে সব পদে আওয়ামী লীগ এককভাবে মনোনয়নপত্র জমা দেওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীসহ ৯ কাউন্সিলর এবং ৩ মহিলা কাউন্সিলর একক প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ে জমা মনোনয়নপত্রে কোনো পদেই একাধিক প্রার্থী ছিলেন না। বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সব পদের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রাখায় সব প্রার্থী বৈধ হয়ে যান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ডে খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ডে আবু তাহের (বাঘা মেম্বার), ৪ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ডে এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮ নম্বর ওয়ার্ডে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯ নম্বর ওয়ার্ডে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আফরোজা আক্তার; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাহেলা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হালিমা আক্তার। সাজেল পৌরসভায় টানা দুই মেয়াদে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন।

তফসিল অনুযায়ী এই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি নির্ধারিত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম