
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০২:৪২ এএম
গ্রন্থাগার দিবস পালন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
‘পড়ব বই, গড়ব দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন স্থানে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার শোভাযাত্রা, সভা ও বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-
ময়মনসিংহ ব্যুরো : সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমরকান্তি বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম নাছির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
বরিশাল ব্যুরো : র্যালি শেষে গ্রন্থাগার হল রুমে আলোচনা সভা হয়। কর্মসূচিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই নিয়ে বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিলেট ব্যুরো : সমাবেশে সিকৃবি কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুবীর কুমার পালের সভাপতিত্বে ভিসি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার প্রধান অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. আবু সাঈদ প্রমুখ।
ভোলা : সভায় সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, জেলা পাঠক ফোরামের আহ্বায়ক জুন্নু রায়হান, প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।
ঝালকাঠি : জেলা প্রশাসক জোহর আলী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন।
শেরপুর : শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। পরে লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) : প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক লিপা আক্তার, কবি সাজ্জাদ খান, গ্রন্থাগারিক মাজেদা আক্তার, কবি লোকান্ত শাওন প্রমুখ।