
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২০ এএম
সিলেটে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম চল্লিশা আগামী ৩১ আগস্ট পালন উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার রাতে নগরীর সুরমা মার্কেটে জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসরাকুল হুসেন শামীম। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু, মুফতি আবদুর রহমান চৌধুরী, মো. দৌলা মিয়া। উপস্থিত ছিলেন মতছির আলী, আসজাদুর রহমান রোম্মান, সাদ্দাম, এসএম শামীম আহমেদ, মামুন আহমদ প্রমুখ।