Logo
Logo
×

বাংলার মুখ

চুয়াডাঙ্গায় সন্ন্যাসীর বেশে মন্দিরে মাদক ব্যবসায়ী

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রেফতার এড়াতে বৈষ্ণব সন্ন্যাসীর বেশ ধরে মন্দিরে মন্দিরে অবস্থানকারী কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আটক সন্ন্যাসী বেশধারী যুবক আশাদুল হক মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবপুর গ্রামের মৃত রিফাতুল্লাহর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের স্টেশনপাড়া মন্দির থেকে তাকে আটক করে। আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জিয়া জানান, ২০১১ সালে গাংনী থানার একটি মাদকদ্রব্য আইনের মামলায় আটক আশাদুল হকের কারাদণ্ড হয়। ২২ মাস কারাদণ্ড ভোগের একপর্যায়ে জামিনে মুক্ত হয়ে তিনি পালিয়ে যান। পুলিশের হাতে আটকের ভয়ে প্রায় ৮ মাস আগে তিনি বৈষ্ণব সন্ন্যাসীর ভেক ধরে আলমডাঙ্গায় আসেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম