Logo
Logo
×

বাংলার মুখ

শেরপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা বাণিজ্যসহ নানা অনিয়মে অভিযোগ উঠেছে। শুক্রবার শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই অধ্যক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ করেন একই প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা খাতুন। তিনি বলেন, ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রসায় যোগদান করি।

পরবর্তী সময়ে এমপিওভুক্ত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পাঠদানসহ প্রতিষ্ঠানের সব দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু ২০১৩ সালে একটি ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া তদন্ত কমিটি গঠন করে আমাকে প্রথমে সাময়িক এবং পরে বরখাস্ত করেন। আঞ্জুমান আরা খাতুন অভিযোগ করে বলেন, তার পদ শূন্য ঘোষণা না করতে এবং নতুনভাবে কাউকে নিয়োগ না দিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও অধ্যক্ষ তার পদ শূন্য ঘোষণা করেন। এদিকে অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, যথাযথ নিয়ম মেনেই ওই দুটি পদে নিয়োগ দেয়া হয়েছে।

আঞ্জুমান আরার জন্য সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদটিই এখনও শূন্য রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম