যা জানতে চান
টার্বো এবং সাধারণ ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী?
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাইসুল ইসলাম তুহিন, মিরপুর, ঢাকা
সাধারণ ইঞ্জিন থেকে অনেক বেশি শক্তি উৎপাদন করে টার্বো মোটর। এটিই সবচেয়ে বড় পার্থক্য দুই ইঞ্জিনের মধ্যে। টার্বো ইঞ্জিন সাধারণ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের মতোই কাজ করে, তবে এতে অতিরিক্ত সংকুচিত বাতাস টার্বো চার্জারের মাধ্যমে সিলিন্ডারে পাঠানো হয়। যাকে বলা হয় ফোর্স ইনডাকশন। এছাড়া
টার্বো ইঞ্জিন নন-টার্বো ইঞ্জিন থেকে অনেক বেশি হর্সপাওয়ার তৈরি করে। টার্বো ইঞ্জিন নন-টার্বো
ইঞ্জিন থেকে তুলনামূলক বেশি টর্ক তৈরি করে।
সৈয়দ আসাদুজ্জামান আরমান, ঢাকা