আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র পরিচালক ফেরদৌস ওয়াহিদ। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাঁকো টেলিফিল্ম নামে একটি প্রতিষ্ঠান তাকে এ সম্মাননায় ভূষিত করছে। আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফেরদৌস ওয়াহিদের হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা। এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সঙ্গীতাঙ্গনে আমার অবদানের জন্য আমাকে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা দেয়া হচ্ছে, বিষয়টি জেনে আমার ভীষণ ভালো লাগছে। সত্যিই আমি খুব আনন্দিত। এজন্য প্রতিষ্ঠানটির সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাই।’