Logo
Logo
×

আনন্দ নগর

ভাঙা হাত নিয়ে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কান চলচ্চিত্র উৎসব ও ঐশ্বরিয়া রাই, দুটিই যেন পরিপূরক। উপমহাদেশের দর্শকদের কাছে ঐশ্বরিয়া ছাড়া কান যেন অমলিন! ২০০২ সালে কান উৎসবে রেড কার্পেটে প্রথম হাঁটেন তিনি। ওই বছর তার অভিনীত ‘দেবদাস’ সিনেমার প্রিমিয়ার হয়েছিল কানে। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির হয়েছেন অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট মাতিয়ে রেখেছেন। যথারীতি এ বছরও গিয়েছেন কানে। কিন্তু অসুস্থ শরীরে। মেয়ে আরাধ্যকে নিয়ে যখন মুম্বাই বিমানবন্দর ছাড়ছিলেন, তখন দেখা গেছে তার হাত ভাঙা। রেড কার্পেটে হাঁটার আগে তার এমন হাল দেখে প্রশ্ন জেগেছে, কী হয়েছে সাবেক এই বিশ্বসুন্দরীর? এমনিতেই বচ্চন পরিবারে চলছে গোলমাল! তার মধ্যে ঐশ্বরিয়ার দুর্ঘটনা, ভাঙা হাত, সব নিয়ে চলছে কানাঘুষা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়ার পক্ষ থেকে। গত কয়েক মাস ধরে ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক বলা যায় একেবারে তলানিতে। থাকেনও না অমিতাভের বাংলো বাড়ি জলসাতে। মেয়ে আরাধ্যকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন। স্বামী অভিষেকের সঙ্গে ডিভোর্সের খবরও প্রায় আলোচনায় থাকে। কিন্তু মাঝে মধ্যে হাসিমুখে স্বামীর সঙ্গে বিভিন্ন পার্টিতে ধরা দিয়ে সেসব আলোচনায় জল ঢেলে দেন সাবেক বিশ্বসুন্দরী। উল্লেখ্য, ১৪ মে থেকে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে শুরু হয়েছে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছরও উৎসবের রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া রাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম