প্রথমবার শাকিবের সঙ্গে বাবু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এ দক্ষ ও সুনিপুণ অভিনেতা হিসাবে পরিচিত ফজলুর রহমান বাবু। সব ধরনের চরিত্রে নিজেকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন। বিশেষ করে টিপিক্যাল চরিত্রগুলোতে তার বিকল্প খুব বেশি অভিনেতা নেই। অসংখ্য নাটকের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সিনেমায় কাজ করলেও প্রথমবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার বর্তমানের ব্যস্ততম নায়ক শাকিব খানের সঙ্গে। ‘তুফান’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফজলুর রহমান বাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খানের তুফান সিনেমায় আমি অভিনয় করছি। পরিচালক রায়হান রাফি। সিনেমার শুটিংয়ে অংশ নিতে আমি কলকাতা যাব।’ এতদিন কি শাকিব খানের সিনেমার কোনো স্ক্রিপ্ট আসেনি আপনার কাছে? নাকি আপনি করতে চাননি? এমন প্রশ্নের জবাবে বাবু বলেন, ‘উনাকে (শাকিব খান) নিয়ে আসলে যে ধরনের সিনেমা হয় সে সিনেমায় আমার অভিনয় করার সুযোগ থাকে না। এগুলো তো আসলে হিরো বেইজড সিনেমা। সেগুলো এক ধরনের ফরম্যাটের সিনেমা। ওই ফরম্যাটের সিনেমায় শুধু শাকিব কেন, আরও অন্য তারকা ছিলেন, যেমন মান্না ছিলেন, আরও অনেকে ছিলেন তাদের সঙ্গেও কিন্তু আমাকে দেখা যায়নি। শাকিব খান অনেক ফোকাস তাই হয়তো শাকিব খানের কথা বলছেন।’ প্রসঙ্গত, এবারের ঈদে অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘ওমর’ এবং অন্যটি ‘মেঘনা কন্যা’।