Logo
Logo
×

আনন্দ নগর

আমার জীবন শুরু হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সে : বাঁধন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন। কাজ করেছেন নাটক ও সিনেমায়। মাঝে কিছুদিন ব্যক্তি জীবনের নানা টানাপোড়েনে দূরেই ছিলেন পর্দা থেকে। ২০১৯-এ আবারও ফিরে আসেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়। তবে চিরচেনা রূপে নয়, একেবারে নতুন বাঁধন হয়ে। ‘রেহানা মরিয়ম নূর’ নামে একটি সিনেমা দিয়ে নাম লিখিয়েছেন কান’র মতো বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে। এরপর বলিউডে পাড়ি দিয়েছেন বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ওয়েবফিল্মের মাধ্যমে। আলোচনার রসদ জুগিয়েছেন এ সিনেমার মাধ্যমেও। দেশি ওটিটি মাধ্যমেও রয়েছে তার সরব পদচারণা। আজ এ তারকার জন্মদিন। বয়সের হিসাবে চল্লিশে পা দিয়েছেন। জীবনের এ পর্যায়ে এসে জীবনকে বেশ উপভোগ করছেন বলেই জানান বাঁধন। তিনি বলেন, ‘এ জন্মদিনটা আমার জন্য বিশেষ। কারণ, মোটামুটি সব মানুষই এ বয়সে এসে অর্থনৈতিক এবং মানসিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকে। আমিও তেমনই আছি। আমি আমার এ নতুন দশক তিনটি জিনিস দিয়ে শুরু করতে চাই। স্বাধীনতা, শান্তি আর আশা। কারণ আমি আমার মস্তিষ্ককে এ পুরুষতান্ত্রিক সমাজের শেকল থেকে মুক্ত করতে পেরেছি। আমি তো বাঁচতে শুরুই করেছি পাঁচ বছর আগে। অর্থাৎ আমার জীবন শুরু হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সে। সে সময়ই আমি শেকল ভেঙেছি, পড়াশোনার মাধ্যমে নিজেকে আলোকিত করেছি, নিজের ভেতরের অন্ধকার দূর করেছি। এখন আমার মধ্যে ঘৃণা ও ক্ষোভ অনেক কম।’ বিশেষ এ দিনটি নিজের বাসায় পরিবারের সঙ্গে কাটাবেন বলেই জানান বাঁধন। তিনি বলেন, ‘আমি কখনোই জন্মদিনে তেমন বিশেষ কিছুর আয়োজন করি না। এ বছরও তাই-ই। বাসায় থাকব। পরিবারের সঙ্গে সময় কাটাব। কেক কাটব, ব্যস।’ বিশেষ দিনে নিজেকে কিছু উপহার দিচ্ছেন কিনা জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমিই আমার জন্য সবচেয়ে বড় উপহার। তাই আলাদা করে দেওয়ার কিছু নেই। তবে আমার ভক্ত-অনুরাগীদের জন্য আরও অনেক কাজ করতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম