Logo
Logo
×

আনন্দ নগর

এটিএন বাংলা ২২ বছরে

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিষ্ঠার ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৯৯৭ সালের এই দিনে যাত্রা শুরু করে চ্যানেলটি। সংবাদ ও বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে চ্যানেলটি বরাবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলা অর্জন করেছে ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। বর্ষপূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এটিএন বাংলা কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে। বিকাল ৫টায় প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘একটি সাজানো বাগানের গল্প’। এছাড়া ১৬ জুলাই সন্ধ্যা ৭টার সংবাদের পর থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুই ১০ দুই ২২’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, বাপ্পা মজুমদার, ইভা রহমান, আঁখি আলমগীর ও কণা। লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মডেল অভিনেত্রী তানজিন তিশা এবং নৃত্য জুটি লিখন-নাদিয়া। বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি স্বতন্ত্র অবস্থান অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম