Logo
Logo
×

আনন্দ নগর

বাপ্পা-জুলফিকার-টিনার ‘কিছু নেই যার’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবারের ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন একটি গান তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। এর শিরোনাম ‘কিছু নেই যার’। লিখেছেন জুলফিকার রাসেল। কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল। এটি আজ বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হবে। বাপ্পা জানিয়েছেন, গানটি তৈরি হয়েছে তার নিজস্ব প্রজেক্ট বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান-এর আওতায়। যেখানে আরও গান করেছেন আট নারী শিল্পী। এরমধ্যে আছেন আঁখি আলমগীর, কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি। নতুন এ গান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম! ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। সংগীত পরিচালক হিসাবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’ জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। প্রায় এক যুগ পর টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম।’ গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন টিনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম