
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম
নিউইয়র্কে শতকণ্ঠে বর্ষবরণের প্রস্তুতি

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বঙ্গাব্দ বরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এ আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। বর্ষবরণের ঘোষণার পর তিন ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও শতকণ্ঠে বর্ষবরণের মহড়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, পাপেট শো, যাত্রাপালা, পুঁথিগান, কবির লড়াই, বায়োস্কোপসহ হাজার বছরের বাঙালি সংস্কৃতির উপস্থাপনা থাকবে এ বৈশাখী আয়োজনে। আয়োজনের প্রথম মহড়ায় নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সংগঠনের মধ্যে উপস্থিত ছিল প্রকৃতি, বহ্নিশিখা সংগীত নিকেতন, চারুকণ্ঠ, অনুপ দাস ডান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমি ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল একাডেমি অ্যান্ড আর্টিস্ট এসোসিয়েশন এবং প্রজন্ম ৭১।