প্রকাশিত হল সোহেল মেহেদী ও হৈমন্তীর মনের ভিতরে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রথমবার একসঙ্গে গাইলেন সোহেল মেহেদী ও হৈমন্তী রক্ষিত। গানের শিরোনাম ‘মনের ভিতরে’। অভি আকাশের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহীন খান। গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘এ গানটিতে আমি রোমান্টিক লুকে হাজির হয়েছি। হৈমন্তী অসাধারণ গান গায়। আমরা চেষ্টা করেছি গায়কি এবং ভিডিওতে নতুনত্ব দেয়ার। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।’ হৈমন্তী রক্ষিত বলেন, ‘গানটি গাওয়ার সময়ই মনে হচ্ছিল খুব সুন্দর একটি গান হতে যাচ্ছে। আমার সেই আশা বিফলে যায়নি। সোহেল মেহেদী ভাইয়ের গায়কির কথা নতুন করে বলার কিছু নেই। সবার ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক।’ এ গান ছাড়াও সোহেল মেহেদী রোজার আগে আরও কয়েকটি গান প্রকাশ করেছেন। পাশাপাশি নিয়মিত স্টেজ ও টেলিভিশন শো’তে অংশ নেন তিনি। অন্যদিকে হৈমন্তী রক্ষিত ও অডিও গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।