Logo
Logo
×

আনন্দ নগর

ঈদের নাটকে বিদ্যা সিনহা মিম

সঙ্গে রয়েছেন মনোজ প্রামাণিক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের নাটকে বিদ্যা সিনহা মিম

সিনেমার কাজে ব্যস্ততা এখন অনেক কম। তাই নাটকেও সময় দেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি ‘চেহারা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি যখন নাটকে নিয়মিত অভিনয় করতাম সে সময় জামাল মল্লিক ভাইয়ার অনামিকা নামে একটি নাটকে অভিনয় করেছিলাম।

বহু বছর পর আবারও তার সঙ্গে কাজ করেছি। নাটকের গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছিল বলেই কাজটি করেছি। মনোজ ভাই খুব ভালো অভিনেতা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ মনোজ প্রামাণিক বলেন, ‘মিম যখন অভিনয় শুরু করেন তখন আমি সহকারী পরিচালক হিসাবে কাজ করতাম।

সে সময় অভিনয় করব, এমনটাও ভাবনায় ছিল না। এখন আমি অভিনয় নিয়ে ব্যস্ত। অন্যদিকে মিমও এখন বড় তারকা। তার সঙ্গে অবশেষে প্রথম কাজ হলো, এটাও অনেক ভালোলাগার। মূলকথা কাজটি ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা জানিয়েছেন আগামী ঈদে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম