
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১০:২৬ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রতি ঈদের মতো এবার ঈদেও দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মুক্তি দিচ্ছে বেশকিছু নতুন অডিও সিডি এবং মিউজিক ভিডিও। ইতিমধ্যেই নতুন গান এবং মিউজিক ভিডিওগুলো গানের বাজারে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। এবার ঈদের তালিকায় রয়েছে ইমরান এবং ভারতীয় শিল্পী পুলক মুচ্ছালের দ্বৈত গান ‘কেনো এতো ভাবছো’। জুলফিকার রাসেলের কথায় গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। সালমার কণ্ঠে আসছে রোমান্টিক গান ‘তোমায় না দেখিলে’। আহমেদ রিজভীর লেখা গানে এর সুর করেছেন শফিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন রাফী। কাজী শুভ এবং স্বরলিপির গায়কীতে আসছে আরেকটি নতুন গান। ‘তোর কথা ভাবে মন’ শিরোমানের এ গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন অভি এবং সঙ্গীত পরিচালনা মুসফিক লিটু। এ প্রজন্মের আরেকজন শিল্পী ঐশীর কণ্ঠে আসছে ‘বাস চলবে’ শিরোনামের একটি গান। ইশতিয়াক রুপুর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনী। সিনিয়র শিল্পী হাসান চৌধুরীর একটি নতুন গান আসছে অনেকদিন পর। ‘কান পাতিয়া শোন’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুর ও সঙ্গীত নূরুল হক। শাওন গানওয়ালার কণ্ঠেও আসছে ঈদের নতুন গান। ‘শূন্যতা’ শিরোনামের এ গানটি লিখেছেন অরণ্য ভৌমিক, সুর করেছেন রিমু। ঈদের আয়োজন হিসেবে ইতিমধ্যেই সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে গানগুলো মুক্তি দেয়া হয়েছে। রোজার মাঝামাঝি সময় বাজারে আসবে এফএ সুমনের নতুন গানের মিউজিক ভিডিও ‘আমি যারে ভালোবাসি’। এ গানের কথা লিখেছেন আশরাফুল আনোয়ার তরুণ, সুর দিয়েছেন অভি। নতুন শিল্পী বন্যার একটি মিউজিক ভিডিও আসবে ঈদের বাজারে। ঈদ আয়োজন প্রসঙ্গে সাউন্ডটেকের এমডি সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও নতুন নতুন গানে সমৃদ্ধ সাউন্ডটেক। এ সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন আমরা তেমন কিছু গানই ঈদের বাজারে নিয়ে আসছি। একইসঙ্গে মিউজিক ভিডিওগুলোও শ্রোতা-দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।’