
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১২:৪২ এএম
প্রকাশ হলো কামাল আহমেদের অডিও অ্যালবাম

তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী কামাল আহমেদের দ্বৈত গানের অডিও অ্যালবাম। নাম ‘স্মৃতির শহরে’। এতে গান রয়েছে পনেরোটি। এসব গানে কামাল আহমেদের সহিশিল্পী হিসাবে গেয়েছেন দিনাত জাহান মুন্নী, অবন্তি সিঁথি, ফাহমিদা নবী, নিশীতা বড়ুয়া, হুমায়রা বশির, রুমানা ইসলাম, রুখসানা মুমতাজ, ইয়াসমিন মুশতারী, চম্পা বণিক ও রন্টি দাশ। মিউজিক অব বেঙ্গলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যালবামটি আরও প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স। অডিও সিডি আকারে অ্যালবামটির হার্ডকপি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন কামাল আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার ২২তম অ্যালবাম। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে সাধনা করে চলেছি। বিশুদ্ধ গানই আমাকে টানে এবং মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে অ্যালবামগুলো প্রকাশ করেছি।’ উল্লেখ্য, কামাল আহমেদ তার কর্মের স্বীকৃতি স্বরূপ দেশ-বিদেশে সার্ক ক্যালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, অদ্বৈত মল্লবর্মণ অ্যাওয়ার্ড, বীর শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা ও জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা পেয়েছেন।