মুক্তির জন্য প্রস্তুত শাকিব খান অভিনীত গলুই
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত বছরের শেষ প্রান্তে শুরু হয়েছিল এসএ হক অলিকের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। ক্যারিয়ারে এ নায়কের এটাই প্রথম সরকারি অনুদানের সিনেমা। সিনেমাটির শুটিং শেষে অল্প সময়ের ব্যবধানে বাকি কাজগুলো শেষ করে সেন্সরও সম্পন্ন হয়েছে সম্প্রতি। এখন মুক্তির প্রহর গুনছে এটি। জামালপুরের একটি লোকেশনে এ সিনেমার টানা শুটিং হয়। এতে একজন মাঝির চরিত্রে অভিনয় করেন ঢালিউড কিং শাকিব খান। যিনি ঢোল বাদক হিসাবেও পরিচিত।
এ সিনেমার শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান এ চিত্রনায়ক। যদিও তিনি ডাবিং শেষ করে যাননি। পরে সিনেমার পরিচালক আমেরিকায় গিয়ে শাকিবের ডাবিং সম্পন্ন করেন। সিনেমাটি প্রসঙ্গে মোবাইল ফোনে আমেরিকা থেকে যুগান্তরকে শাকিব খান বলেন, ‘এ ধরনের গল্প ও চরিত্রে প্রথম অভিনয় করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী। গ্রামীণ জীবনের সুন্দর একটি বিষয় এতে উঠে এসেছে। আশা করছি দর্শক এটি আগ্রহ নিয়েই দেখবেন।’
পরিচালক অলিক জানিয়েছেন, চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে শাকিব অভিনীত আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তপু খানের পরিচালনায় সেটির নাম ‘লিডার’। এদিকে আমেরিকায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন শাকিব খান। দেশটির অভিবাসন আইন অনুযায়ী তাকে সেখানে ছয়মাস অবস্থান করতে হচ্ছে। এ সময়টা তিনি আমেরিকায় একটি সিনেমার শুটিং করবেন বলেও জানিয়েছেন। তবে সেটি কবে নাগাদ শুরু হবে তা নিশ্চিত করেননি।