কাজী রিটনের পথচলার দুই দশক

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করেন কাজী রিটন। তবে এখন প্রযোজনায় ব্যস্ত। করোনাকালেও তিনি একাধিক নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছেন। এ কার্যক্রম এখনো চলমান।
এরই মধ্যে ক্যারিয়ারে ২০ বছর অতিক্রম করেছেন এ অভিনেতা-প্রযোজক। দীর্ঘ এ পথচলা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে মিডিয়ায় কাজ করছি। তবে এ পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা জয় করে এখনো কাজ করে যাচ্ছি।
আশা করছি আমার এ কর্মযজ্ঞ চলমান থাকবে।’ নাটক সিনেমায় অভিনয়, নির্মাণ ও প্রযোজনার পাশাপাশি তিনি ‘কাজী ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শিশু অধিকার ও শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। নিজের কাজের স্বীকৃতি হিসাবে কাজী রিটন বেশ কিছু সম্মাননায়ও ভূষিত হয়েছেন।