Logo
Logo
×

আনন্দ নগর

নেপালে সম্মাননা পেলেন গায়ক স্বপ্নীল সজীব

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেপালে সম্মাননা পেলেন গায়ক স্বপ্নীল সজীব

নেপালে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মানিত হলেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতে বিশেষ অবদানের জন্য তাকে ‘আন্তর্জাতিক আইকনিক অ্যাওয়ার্ড ২০২১’-এ ভূষিত করা হয়। সম্প্রতি কাঠমান্ডুর নেপাল ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খড়গা, বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ আরও অনেকে। এ পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকে পুরস্কৃত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের এবং সম্মানের। ব্যক্তিগতভাবে নেপালের মানুষের কাছ থেকে বাংলা গানের প্রতি অনুরাগ ও ভালোবাসা অনুভব করেছি। আমরা আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন করছি এবং এ পুরস্কারটি আমার দেশ বাংলাদেশের জন্য শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’ প্রসঙ্গত, গানে অবদানের স্বীকৃতি স্বরূপ স্বপ্নীল সজীব এর আগে আমেরিকা থেকে ‘বঙ্গ সম্মেলন সেরা বাঙালি’, ভারত থেকে ‘অনন্য কৃতী সম্মান’, লন্ডন থেকে ‘এসি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড’, মরক্কো থেকে ‘এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’, দুবাই থেকে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’, অস্ট্রেলিয়া থেকে ‘আইকনিক অ্যাওয়ার্ড’ ও কানাডা থেকে ‘কানাডা চেম্বার’স অব কমার্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম