মায়ের গান আবারও কণ্ঠে তুললেন ডলি সায়ন্তনী

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

দেশের এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। এখনো গান করেন তিনি। অনিয়মিত হলেও নতুন গান প্রকাশ করেন এ সংগীতশিল্পী। এবার তিনি কণ্ঠে তুলেছেন মায়ের গাওয়া একটি গান। ডলির মা মনোয়োরা বেগমও একজন সংগীতশিল্পী ছিলেন। বাংলাদেশ বেতারের ‘দুর্বার’ অনুষ্ঠানে তিনি নিয়মিত গান গাইতেন। তার কণ্ঠে ‘কোঁকড়া কোঁকড়া চুল’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয় ছিল।
গানটি এবার নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন ডলি সায়ন্তনী। এবার সংগীতায়োজন করেছেন সুমন কল্যান। এরই মধ্যে রেকর্ডিং শেষে ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে বলে জানালেন এ সংগীতশিল্পী। এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘ছোটবেলা থেকেই মায়ের কণ্ঠে এ গান বহুবার শুনেছি।
এ কারণে গানটির প্রতি আমার বিশেষ একটা ভালোলাগা আছে। এটি গাইলেই মনে হয় মা যেন আমার পাশেই আছেন। তাই আমার ভক্ত শ্রোতাদের জন্য আবারও নতুন করে গাইলাম।’ প্রসঙ্গত, এর আগেও গানটি কণ্ঠে তুলেছিলেন ডলি। তখন সংগীতায়োজন করেছিলেন প্রণব ঘোষ। এদিকে এ গানের পাশাপাশি আরও দুটি ফোক গানের কাজ শেষ করেছেন ডলি।
তিনটি গানই শিগ্গির নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। ‘কি ছোঁয়া তোমার চোখে’ শিরোনামে নতুন আরও একটি মৌলিক গান গেয়েছেন তিনি। এটি লিখেছেন হারুন রশীদ, সুর করেছেন নিজাম উদ্দিন জাহিন। এ গানটিও শিগ্গির একটি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। সম্প্রতি এ সংগীতশিল্পী আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে দেশটিভির ‘পূর্ণিমার আলো’ নামে একটি আড্ডার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা।