Logo
Logo
×

আনন্দ নগর

মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ

প্রথমবার সিনেমায় মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার নাম ‘সোনার চর’। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। ১৪ সেপ্টেম্বর থেকে গাজীপুরের হোতাপাড়ায় এর শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ। শুটিং করবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে পটুয়াখালীর সোনার চরে। এ সিনেমায় আরও অভিনয় করছেন ওমর সানী ও মৌসুমী।

এর মাধ্যমে প্রথমবার সানী ও মৌসুমীর সঙ্গে অভিনয় করছেন জায়েদ খান। তার বিপরীতে নায়িকা হিসাবে রয়েছেন নবাগতা স্নিগ্ধা। সোনার চর সিনেমা এবং মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় প্রসঙ্গে জায়েদ বলেন, ‘প্রথমত মৌলিক একটি গল্পে অভিনয় করছি, এটা অবশ্যই ভালোলাগার। আর মুক্তিযোদ্ধার চরিত্রে প্রথম অভিনয়, এটাও আমার জন্য সম্মানের। চেষ্টা করছি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার। সানী ভাই ও মৌসুমী আপুর সঙ্গেও প্রথম অভিনয় করছি। দারুণ লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে।’

এদিকে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে এফআই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ ও শফিক হাসানের ‘বাহাদুরি’ নামের দুটি সিনেমা। শুটিংচলতি সিনেমাগুলো হচ্ছে- ‘হৃদয় ছোঁয়া’, ‘লাভ ইন মালয়েশিয়া’ ও ‘রক্তাক্ত প্রেম’। শিগ্গির অপূর্ব রানা পরিচালিত ‘জখম’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সম্প্রতি হানিফ মোহাম্মদের পরিচালনায় ‘ফেরারী’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম