Logo
Logo
×

আনন্দ নগর

গিনেস বুকে নায়ক রুবেল!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গিনেস বুকে নায়ক রুবেল!

অভিনয় ক্যারিয়ারে ৩৫ বছর পার করেছেন চিত্রনায়ক রুবেল। এ সাড়ে তিন দশকের জীবনে ২৩০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ৯৭ জন নায়িকা। নায়িকার এ সংখ্যাটি শিগ্গির ১০০ তে পূর্ণ করবেন তিনি। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন রুবেল। নায়িকার সংখ্যা ১০০ পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি।

এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘এটি অবশ্যই একটি রেকর্ড, আমি সেটি একশ করবই। আমি নিশ্চিত বিশ্বে আর কারও এমন রেকর্ড নেই। ১০০ পূর্ণ করার পরপরই আবেদন করব গিনেস বুক অব ওয়ার্ল্ডে।’ তিনি আরও বলেছেন, ‘আমার ক্যারিয়ারে নানা চমকপ্রদ ঘটনা আছে। সুচরিতাও আমার নায়িকা হিসাবে অভিনয় করেছেন। আবার আমার বোন, মা, দাদির চরিত্রেও অভিনয় করেছেন। কাজী হায়াৎ পরিচালিত আলোচিত ‘আম্মাজান’ ছবিতে আমার অভিনয় করার কথা ছিল। শুধু তাই নয়, ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে অভিনয় করা হয়নি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম