আটকে গেছে সাইমনের একাধিক ছবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এক দশক ধরে ঢালিউডে অভিনয় করা চিত্রনায়ক সাইমন সাদিকের একাধিক ছবি আটকে গেছে করোনা সতর্কতায় সরকার ঘোষিত নতুন বিধিনিষেধের কারণে। গত বছর করোনার প্রথম লকডাউন থেকেই আটকে গেছে তার অভিনীত শুটিংচলতি কয়েকটি ছবি। সেগুলোর জট না খুলতেই আবারও বিধিনিষেধ। যদিও এবার সরকার কিংবা চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো সংগঠন এখনো পর্যন্ত শুটিং বন্ধ রাখা সংক্রান্ত কোনো নোটিশ জারি করেনি। তবুও নির্মাতা ও প্রযোজকরা চাইছেন না করোনার এ ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে কোনো রকম ঝুঁকি নিতে। এ দিকে এক সপ্তাহের জন্য চলমান অঘোষিত লকডাউনের আগে শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ এবং শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাইফ’ নামে ছবি দুটির কাজ শেষ করেছেন সাইমন। এ ছাড়া কমল সরকারের পরিচালনায় ‘দায়মুক্তি’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, শওকত ইসলামের ‘নদীর বুকে চাঁদ’, শফিক হাসানের ‘বাহাদুরী’, বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ এবং সাইদুল ইসলামের ‘গোপন সংকেত’ ছবিগুলোর কাজ অসমাপ্ত রয়েছে। এসব ছবি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘গত বছর থেকেই এসব ছবি আটকে আছে। শুটিং শুরুর প্রস্তুতি যখন নিতে শুরু করেছি, ঠিক তখনই আবারও করোনা ভয়ংকরূপে হানা দিল। কবে নাগাদ এ সমস্যা কাটবে সেটিও অজানা। করোনাভাইরাস নিয়ন্ত্রণে না এলে আর ছবিগুলোর শুটিং সম্ভবত শুরু হবে না। তাই নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া অন্য কোনো পথ দেখছি না।’ শুটিংহীন এ সময়টা ঢাকাতেই পরিবারের সঙ্গে অবস্থান করবেন বলে জানিয়েছেন এ নায়ক।