তনিমা হামিদ বেতারের নাটকে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
এক সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তনিমা হামিদ এখন অভিনয়ে নিয়মিত নন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়েই ব্যস্ত তিনি। তবে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায় তাকে। মূলত তার অভিনয় ব্যস্ততা একটি মঞ্চ নাটককে ঘিরে। নাট্যচক্রের সেই নাটকের নাম ‘একা এক নারী’। দেবু প্রসাদ দেবনাথের নির্দেশনায় নাটকটিতে তিনি একক অভিনয় করেন।
সম্প্রতি এ অভিনেত্রী বাংলাদেশ বেতারের স্বাধীনতা দিবসের বিশেষ একটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন। নাটকের নাম ‘সফর আলীর সুখ দুঃখ’। নাসরীন মোস্তফার রচনায় এটি প্রযোজনা করবেন ম. হামিদ। ২২ মার্চ নাটকটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেতারের নাটক বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।
নাটকে অভিনয় প্রসঙ্গে তনিমা হামিদ বলেন, ‘করোনাভাইরাস আসার আগে সর্বশেষ বাংলাদেশ বেতারের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নির্মিত নাটক দুটি প্রচারের পর শ্রোতাদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। এবারের নাটকের গল্পও বেশ সুন্দর। আশা করি এ নাটকটিও শ্রোতাদের ভালো লাগবে।’