শাকিব খানের বিপরীতে খলনায়ক শাহেদ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন ছবিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নাম ‘অন্তরাত্মা’। আরও আছেন কলকাতার দর্শনা বনিক। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এসব পুরোনো খবর। নতুন খবর হলো- এ ছবিতে খলনায়ক হয়ে দর্শকের সামনে হাজির হবেন শাহেদ শরীফ খান। ২৮ ফেব্রুয়ারি ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এ অভিনেতা। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘আমার ছবির ক্যারিয়ার দীর্ঘ নয়। নাটকেই বেশি অভিনয় করি। তবে মাঝে মধ্যে ভালো গল্পের কিছু ছবিতে অভিনয় করি। তেমনই একটি ছবি এটি। তা ছাড়া শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করছি। আশা করছি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব।’ আগামীকাল থেকে পাবনার কয়েকটি লোকেশনে এ ছবির শুটিং শুরু হবে। এদিকে ২ মার্চ নতুন একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহেদ। এ ছাড়া রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাকলাইট’ এবং রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় ‘এই মন পাবে শুধু কষ্ট’ ছবি দুটিতেও অভিনয় করছেন।