![পদ্মার প্রেমে আইরিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2018/04/17/image-38921-1523947801.jpg)
নায়িকা আইরিন সুলতানা
ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়িকা আইরিন সুলতানা। কিছুদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। নাম ‘পদ্মার প্রেম’।
পরিচালনা করছেন হারুন-উজ-জামান। গত ৫ এপ্রিল থেকে মানিকগঞ্জের পদ্মা নদীর পাড়ে শুরু হয়েছে ছবিটির শুটিং।
আজ শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা জানিয়েছেন আইরিন। এ ছবিতে তিনি পদ্মা নামে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন।
এতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, ‘এর গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।’
এ ছবি ছাড়াও বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ছবির কাজ শেষ করেছেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ছবি ‘টার্গেট’, ‘ভোলা’ ও ‘গন্তব্য’।