নাতাশাকে নিয়ে করোনা সচেতনতার কাজে শাহেদ শরীফ খান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি সংগৃহীত
বিয়ের আগে থেকেই দুজনের চেনা-জানা। সেই সময় জুটি বেঁধে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত। অর্ধযুগ আগে তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ দুই শিল্পী। তবে নাটকের কাজে নয়, একটি বিজ্ঞাপনে।
সকাল আহমেদের পরিচালনায় করোনাভাইরাস সচেতনতা নিয়ে নির্মিত এ কাজটি সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। চলতি সপ্তাহ থেকে এটি প্রচারও হচ্ছে। এতে কাজ করা প্রসঙ্গে শাহেদ বলেন, ‘নাতাশার সঙ্গে নাটকে অভিনয়ের অভিজ্ঞতা আছে। তবে বিজ্ঞাপনে আমরা একসঙ্গে প্রথম অভিনয় করেছি।
এটি প্রচারে আসার পর থেকে দর্শকের ভালো সাড়া পাচ্ছি। সব মিলিয়ে কাজটি ভালোই হয়েছে।’ শাহেদ অভিনয়ে নিয়মিত থাকলেও নাতাশা এখন আর অভিনয়ে সময় দিচ্ছেন না। নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আগামী ঈদে প্রচারের জন্য এরই মধ্যে বিটিভির একটি নাটকের কাজ শেষ করেছেন শাহেদ। নাটকের নাম ‘নিরুদ্দেশ হবার আগে’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা। এছাড়া আরও কয়েকটি নাটকে অভিনয়ের কথা চলছে বলে জানিয়েছেন এ অভিনেতা।