
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ১১:২৪ এএম
স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড পেলেন নাট্যনির্মাতা রহমতুল্লাহ তুহিন

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সম্প্রতি রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ‘ফিল্মস ফর পিচ ফাউন্ডেশন’ আয়োজিত ‘পিচ্ ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ ‘দি গ্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ নামে একটি শর্ট ফিল্মের জন্য স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডে ভূষিত হন নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিন। এর আগে নাটক নির্মাণের জন্য কয়েকবার পুরস্কৃত হলেও শর্ট ফিল্মের জন্য এটাই প্রথম। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে এ শর্ট ফিল্মটির শুটিং করেছেন তিনি। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে তুহিন বলেন, ‘একটি পুরস্কার পরবর্তী কাজ আরও ভালো করার ক্ষেত্রে উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। আমি সব সময়ই চেষ্টা করেছি আমার নাটকে সাহিত্যনির্ভর সংলাপ রাখতে। শুধু অর্থের জন্য নয়, দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের জন্য ভালো কিছু করাটা জরুরি। নাটকের মাধ্যমে আমি সেই কাজটিই করছি।’ এরই মধ্যে ‘আলোকবর্ষ দূরে’ নামে আরেকটি শর্ট ফিল্মের কাজ শেষ করেছেন এ নির্মাতা। শর্ট ফিল্মগুলো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শন করার কথা জানিয়েছেন তিনি।