Logo
Logo
×

আনন্দ নগর

আজ মুক্তি পাচ্ছে আলফা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ মুক্তি পাচ্ছে আলফা

আলফা ছবির একটি দৃশ্য

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘আলফা’ মুক্তি পাচ্ছে আজ। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার), শ্যামলী সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হবে।

ছবির গল্পে দেখা যাবে, আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার চিত্রই ফুটে উঠেছে এখানে।

নির্মাতা জানান, ‘এখানে অভিনয় করছেন একঝাঁক নবীন শিল্পী। পরিচিত মুখের মধ্যে আছেন শুধু এটিএম শামসুজ্জামান। ছবির গল্পটাই এমন। আমরাও চেয়েছি এ ছবিতে নতুন সব অভিনয়শিল্পী কাজ করবেন। তবে সবাইকে অডিশন দিয়ে এ ছবিতে যুক্ত হতে হয়েছে। তাদের কেউ কেউ মঞ্চে কাজ করেন। অনেকেরই আবার এ ছবির মধ্য দিয়েই শুরু হচ্ছে অভিনয়।’

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। আগামী মাসে সার্ক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম