
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ১২:৫৮ এএম
এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব
ঢাকাই ছবির নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। দীর্ঘদিন পর গত ৫ এপ্রিল ‘প্রতিশোধের আগুন’ নামে তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। এ ছবি বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
* প্রতিশোধের আগুন ছবিতে দর্শকদের আগ্রহ কেমন?
** এ ছবির প্রতি দর্শকদের আগ্রহ রয়েছে। আমার সঙ্গে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন। তাদের অভিনয়ও প্রশংসিত হচ্ছে।
* ইদানীং ছবিতে আপনাকে কম দেখা যায়, কেন?
** ‘প্রতিশোধের আগুন’ সিনেমা মুক্তি পেল একটু দেরি করে। কিন্তু ছবিতে কাজ করছি নিয়মিত। সামনে আরও কয়েকটি ছবি মুক্তি পাবে। নতুন একটি ছবিতে শিগগিরই চুক্তিবদ্ধ হব।
* শুটিং শেষ হওয়া ছবিগুলোর খবর কী?
** আমার অভিনীত ‘বাহাদুরী’ ও ‘এদেশ তোমার আমার’ নামে দুটি ছবি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এ বছরই ছবি দুটি মুক্তি দেয়া হবে। এছাড়াও ‘লাভ ইন মালয়েশিয়া’ নামে একটি ছবির কিছু অংশের শুটিং বাকি আছে। কাজ শেষ হলে এ বছরই সেন্সরে পাঠানো হবে।
* এখন তো ছবি কম হচ্ছে, অনেকেই বিকল্প পেশা খুঁজছেন। আপনি কি এমন কিছু ভাবছেন?
** আসলে ছবি নির্মাণ কম হচ্ছে, এটা ঠিক। অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করতে হবে। আমি আগে থেকেই কাজ করছি।
* চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আপনার প্রস্তুতি কী?
** মিশা-জায়েদ প্যানেল থেকেই আমি এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। এ নিয়ে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচিত হওয়ার বিষয়টি ভোটারদের হাতে। তারা যদি আমাকে আবারও উপযুক্ত মনে করেন তবে নির্বাচিত হব, না হলে হব না। কিন্তু চলচ্চিত্রকে ভালোবাসি, ভালোবেসে যাব।
* শোনা যাচ্ছে, সাধারণ সম্পাদক পদে আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবে...
** যারা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন তাদের স্বাগতম। সবারই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করব। সিনেমা বাঁচিয়ে রাখার জন্য যেভাবে পারি কাজ করব।
হাসান সাইদুল