সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থায় নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ এবার দর্শক দেখতে পারবেন ছোট পর্দায়।
আসছে পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) ও বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) পরপর দু’দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে ছবিটি প্রদর্শিত হবে। ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সময় করে উঠতে পারেননি তাদের জন্য আমাদের এ আয়োজন।’
এ ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ। অনম বিশ্বাস পরিচালিত এ ছবিটি এখনও চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। সম্প্রতি চালু হওয়া স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারের নতুন শাখায়ও উদ্বোধনী বাংলা চলচ্চিত্র হিসেবে ‘দেবী’ প্রদর্শিত হচ্ছে।
পাশাপাশি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রতিদিন প্রদর্শনী চলছে।