
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১১:০৫ পিএম
সাফাকে নিয়ে স্ত্রীর গল্পে অপূর্ব

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
ছেলে আয়াশের পর এবার স্ত্রী অদিতিকেও মিডিয়ায় যুক্ত করলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তবে ছেলেকে ক্যামেরার সামনে নিয়ে এলেও স্ত্রীকে রেখেছেন পেছনে।
সম্প্রতি স্ত্রীর গল্পে প্রথমবার একটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। নাটকের নাম ‘তুমি বললে’। নাটকটিতে অভিনয়ে অপূর্বকে সঙ্গ দিয়েছেন সাফা কবির।
রোমান্টিকধারার এ নাটকটির পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। স্ত্রীর তৈরি করা গল্পের নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার স্ত্রী বলে বলছি না, সত্যিই অদিতির গল্প বলার ধরন খুব ভালো। আমি চাই, ও নিয়মিত থাকুক। বাকিটা ওর ইচ্ছা। এ নাটকটির শুটিংও হয়েছে বেশ ভালো। আশা করি দর্শকদের পছন্দ হবে।’
সাফা কবির বলেন, ‘নাটকের গল্প বেশ চমৎকার। তাছাড়া অপূর্ব ভাইয়া এমনই একজন সহশিল্পী, তার সঙ্গে অভিনয় করে অভিনয়েও আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। ’
আগামী ভালোবাসা দিবসে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে অপূর্ব অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটি মাছরাঙ্গা টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।