Logo
Logo
×

আনন্দ নগর

নতুন গান নিয়ে ফিরছেন হায়দার হোসেন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন গান নিয়ে ফিরছেন হায়দার হোসেন

জনপ্রিয় সঙ্গীতপরিচালক ও শিল্পী হায়দার হোসেন

ভিন্ন ধারার গান করে অনেক আগেই জনপ্রিয়তা পেয়েছেন সঙ্গীতপরিচালক হায়দার হোসেন। তার গানে আলোচনা-সমালোচনা দুটিই থাকে। বউ নিয়ে তার শ্রোতাপ্রিয় দুটি গান রয়েছে।

আবারও একই শিরোনামের গান দিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ প্রখ্যাত শিল্পী। নতুন গানের শিরোনাম ‘অল্প বয়সী বউ’। গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুরও তার করা। সঙ্গীতায়োজন করেছেন অনিক ফয়সাল।

এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। শিগগিরই ভিডিও ধারণের কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। এ গান প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমি বরাবরই কথানির্ভর গান করার চেষ্টা করি। বউ নিয়ে এর আগেও দুটি গান করেছি।

শ্রোতাদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছিলাম। সে ধারায় নতুন বছর শুরু করলাম বউ বিষয়ক নতুন গান দিয়ে। আমার বিশ্বাস এ গানটিও সবার ভালো লাগবে।

শ্রোতারা যেহেতু এখন গান শোনার সঙ্গে দেখতেও চান, সে কথা মাথায় রেখে ভিডিও নির্মাণ কাজ শিগগিরই সম্পন্ন করব।’

প্রসঙ্গত, এ শিল্পীর গাওয়া ‘তিরিশ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। বর্তমানে তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি গানের চর্চা চালিয়ে যাচ্ছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম