Logo
Logo
×

আনন্দ নগর

আবারও ছবিতে মৌসুমী হামিদ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও ছবিতে মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

আবারও ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘গোর’।

এটি পরিচালনা করছেন গাজী রাকায়েত। বর্তমানে ঢাকার নবাবগঞ্জে ছবির শুটিং চলছে। এ ছবিতে মৌসুমী হামিদকে একজন হিন্দু বিধবা মেয়ের চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নতুন এ ছবির শুটিং শুরু করেছি।

তবে ছবির শুটিং শেষ করার আগে প্রচারণা নিয়ে নিষেধ করা হয়েছে। পুরো ছবির কাজ শেষ হওয়ার পর পরিচালক সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাকায়েত ভাইয়ের এ ছবির গল্প অনেক সুন্দর। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্র্ণ।

বেশ আনন্দ নিয়েই ছবির শুটিং করছি। কারণ গল্পপ্রধান ছবিতে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। আশা করছি দর্শক ছবিটি আগ্রহ নিয়েই দেখবেন।’ প্রসঙ্গত, ২০১২ সালে অনিমেষ আইচ ‘না মানুষ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম নাম লেখান মৌসুমী হামিদ।

যদিও এ ছবির কাজ এখনও শেষ হয়নি। আদৌ হবে কিনা সেটাও নিশ্চিত নন পরিচালক।

এরপর ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকমেইল’, ‘হাডসনের বন্ধু’, ‘জালালের গল্প’, ‘মেন্টাল’ ও ‘পূর্ণদৈর্ঘ প্রেমকাহিনী’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম