
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
যে পদ্ধতি মানলে গরম হবে না পানির ট্যাংক

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
তীব্র গরম পড়েছে। বাইরে থেকে বাসায় ফিরেই হাত মুখ ধোয়ার জন্য কল ছাড়তেই দেখলেন অনবরত আসছে গরমপানি। ছাদে দীর্ঘসময় ট্যাংক রোদে থাকার কারণে এমনটি হয়ে আছে। কিন্তু এর উপায় কি?
হ্যাঁ, উপায় আছে— কিছু টিপস মেনে চললে এই গরম হওয়া ট্যাংকের পানি রোধ করতে পারেন। ভেতরে তাপ জমা হওয়া এড়াতে সঠিক বাতাস চলাচল অপরিহার্য। ট্যাংকে এমন ঢাকনা ব্যবহার করুন, যা তাপকে বেরিয়ে যেতে সাহায্য করে।
আপনি জেনে নিন কীভাবে ছাদে প্লাস্টিকের ট্যাংক ঠিক রাখবেন তার কয়েকটি টিপস—
১. ট্যাংকটি ছায়াযুক্ত স্থানে রাখুন। যেমন ছাউনি বা ছাদের আচ্ছাদনের নিচে রাখলে সরাসরি রোদের সংস্পর্শে আসবে না। এতে পানি ঠান্ডা থাকবে।
২. একটি বড় ও ভালো মানের প্লাস্টিকের কাভার দিয়ে ঢেকে রাখুন ট্যাংক।
৩. বেশিরভাগ বাড়িতেই কালো রঙের ট্যাংক দেখা যায়। কালো রঙ তাপ শোষণ করে বেশি। সাদা বা হালকা রঙের ট্যাংক ব্যবহার করলে সূর্যের আলো প্রতিফলিত হয়, যা তাপমাত্রা কম রাখতে সাহায্য করে।
৪. আপনি পানির ট্যাংক ঢাকতে পাটের বস্তা ব্যবহার করতে পারেন। পাটের ব্যাগ ভিজিয়ে ট্যাংক ঢেকে দিন। পাট তাপ শোষণ করতে দেয় না। তাই পানি থাকবে স্বাভাবিক ও ঠান্ডা।
৫. চারপাশে গাছপালা ও ঝোপ ধরনের কিছু থাকলে ট্যাংকের পানি অতিরিক্ত গরম হবে না।