দাঁতের স্কেলিং নিয়ে প্রচলিত ভুল ধারণা, সঠিকটা জেনে নিন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম
ডা. অনুপম পোদ্দার
ডেন্টাল স্কেলিং একটি চিকিৎসাপদ্ধতি, যার মাধ্যমে দাঁতের উপরিভাগ ও মাড়ির ওপরে এবং ভেতরে জমে থাকা ‘ডেন্টাল প্লাক’ বা ‘দন্তপাথুরি’ পরিষ্কার করা হয়। আপনার দাঁতের স্কেলিং সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে—
► স্কেলিং করলে দাঁত শিরশির করে
►স্কেলিং করলে দাঁত নড়ে যায়
►স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়
►স্কেলিং করলে দাঁতের এনামেল উঠে যায় এবং এনামেলের ক্ষতি হয়
►স্কেলিং করার সময় দাঁত ব্যথা হয়
►মুখ দিয়ে রক্ত পড়লে দাঁত ব্রাশ করা উচিত নয়
এই প্রচলিত ধারণা যে, স্কেলিং করলে দাঁত শিরশির করে। আসলে বাস্তবতা হচ্ছে— এটি সত্য। স্কেলিং করার পর দন্তপাথুরি পড়ে যাওয়ার কারণে দাঁত কিছু দিন শিরশির করে। কারণ দীর্ঘদিন পর দাঁতগুলো উন্মুক্ত হয়ে যায়।
আর এটি সাধারণত সাত দিনের মধ্যেই চলে যায়। এ জন্য মাড়ির চিকিৎসার জন্য গাম অ্যাস্ট্রিনজেন্ট সাত দিন থেকে ১৫ দিনের জন্য দিয়ে থাকেন।
আবার প্রচলিত ধারণা আছে— স্কেলিং করলে দাঁত নড়ে যায়। এর বাস্তবতা হচ্ছে— এ ধারণা বাস্তবতার উল্টো দিক। যে দন্তপাথুরিগুলো দীর্ঘদিন দাঁতের গায়ে লেগে থাকে, সাধারণত ক্যালসিফায়েড আবরণ তৈরি করে দাঁত ও মাড়ির সংযোগস্থলে লেগে থাকে। যখন স্কেলিং করা হয়, যেন ওই ডিপোজিটগুলো চলে যায়।
এ কারণে রোগীদের মনে হয় দাঁত নড়ে গেছে। বাস্তবতা হচ্ছে— মাড়িতে ক্ষতি হয়ে দাঁত এমনিতেই নড়ে গিয়েছিল। শুধু দন্তপাথুরির কারণে দাঁতের নড়া বোঝা যায়নি। কিন্তু স্কেলিং করার পর দাঁতগুলো আবার মাড়ি দ্বারা পুনঃসংযোজিত হবে এবং দাঁত শক্ত হয়ে যাবে।
আবার প্রচলিত ধারণা হলো— স্কেলিং করলে দুই দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যায়। এর কারণ হচ্ছে— দাঁতের যত্ন সঠিক সময়ে সঠিক নিয়মে না করলে মাড়ির রোগ বা পায়োরিয়া হয়। এই পায়োরিয়ার কারণে দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায় এবং দাঁতের মধ্যে ফাঁকা তৈরি হয়। সাধারণত এটি দন্তপাথুরির কারণে হয়ে থাকে। এই ফাঁকা সাধারণত অস্থায়ী হয়ে থাকে। পাথর পরিষ্কার করলে ফাঁকা বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে স্কেলিং করলে দাঁতের এনামেল উঠে বা সরে যায় (দাঁতের উপরিভাগ)। এটি মূলত বাস্তবতা হচ্ছে— স্কেলিং করার সময় দাঁত অবশ করার জন্য কোনো ওষুধ দেওয়া হয় না। স্কেলিং যদি আলট্রাসনিক স্ক্যানার দ্বারা করা হয়, তখন মেকানিক্যাল ভাইব্রেশন হয়।
লেখক: অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ