
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম
সফট ব্যাংকের সঙ্গে ‘রেকর্ড ভাঙা’ চুক্তি করল ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করা প্রতিষ্ঠান ওপেনএআই জাপানের সফট ব্যাংকের সঙ্গে রেকর্ড ভাঙা চুক্তি করেছে। এর ফলে ব্যাংকটি থেকে ৪ হাজার কোটি মার্কিন ডলার অর্থায়ন পাবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর দ্য গার্ডিয়ানের।
ওপেনএআই বলছে, তারা একটি তহবিল থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করছে। নতুন তহবিল সংগ্রহের পর চ্যাটজিপিটি নির্মাতার মূল্য দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি ডলারে। স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য সর্বকালের সর্বোচ্চ তহবিল সংগ্রহের ঘটনা এটি।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি আরও জানায়, জাপানি বিনিয়োগ গোষ্ঠী সফট ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তহবিলটি এসেছে। এ তহবিল কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার সীমানা আরও এগিয়ে নিতে সক্ষম করবে।
জাপানের সফট ব্যাংক বিষয়টি নিশ্চিত করে বলছে, মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স (এএসআই)। এমন লক্ষ্য অর্জনে সবার চেয়ে এগিয়ে রয়েছে ওপনএআই।
ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, প্রথম পর্যায়ে ওপেনআইকে এক হাজার কোটি ডলার দেবে সফট ব্যাংক। আর ২০২৫ সালের শেষের দিকে দেবে আরও ৩ হাজার কোটি ডলার। তবে দ্বিতীয় ধাপের অর্থায়ন পাওয়ার আগে ব্যাংককে নিজেদের কাজের অগ্রগতি দেখাতে হবে ওপেনএআইকে।
এদিকে, সোমবার ওপেনএআই আরও নতুন মডেলের এআই মডেল তৈরির ঘোষণা দিয়েছে। এর আগে গত সপ্তাহে ভয়েস এজেন্টের কার্যকারিতা উন্নত করতে নতুন অডিও মডেল তৈরি করার কথা জানিয়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি।