
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম
এআই ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ আনছে অ্যাপল

আইটি ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:২৯ এএম

ছবি: সংগৃহীত
স্মার্টওয়াচ প্রযুক্তিতে নতুন বিপ্লব আনতে কাজ করছে অ্যাপল। ২০২৭ সালে বাজারে আসতে পারে এমন একটি অ্যাপল ওয়াচ, যাতে থাকবে ‘বিল্ট-ইন’ ক্যামেরা। এ ক্যামেরা শুধু ছবি তোলার জন্য নয়, বরং ভিজুয়াল ইন্টেলিজেন্সের মতো এআইনির্ভর ফিচার সমর্থন করবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। খবর ব্লুমবার্গ।
এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তাদের স্ট্যান্ডার্ড ওয়াচ সিরিজ এবং আল্ট্রা মডেলে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে। স্ট্যান্ডার্ড সিরিজের ওয়াচে ক্যামেরাটি ডিসপ্লের মধ্যে থাকতে পারে, অন্যদিকে আল্ট্রা মডেলে ক্যামেরাটি ঘড়ির পাশে বসানো হতে পারে। এটি ব্যবহারকারীদের চারপাশের বিষয়ে দ্রুত তথ্যসংগ্রহ এবং এআইভিত্তিক তাৎক্ষণিক বিশ্লেষণ পেতে সাহায্য করবে। এআইনির্ভর স্মার্টওয়াচ ছাড়াও, অ্যাপল ক্যামেরাযুক্ত এয়ারপড তৈরির পরিকল্পনাও করছে। ধারণা করা হচ্ছে, এ দুটি ডিভাইস একই সময়ে বাজারে আসবে এবং একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে।
বিশ্লেষকদের মতে, এ প্রযুক্তির মাধ্যমে অ্যাপল স্মার্টওয়াচ শুধু একটি হেলথ ট্র্যাকিং ডিভাইস নয়, বরং আরও উন্নত ও স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠবে। ব্যবহারকারীরা এটি দিয়ে ছবি তুলতে, অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচার ব্যবহার করতে এবং মুহূর্তের মধ্যেই তথ্য পেতে পারবেন। অ্যাপলের এ নতুন উদ্ভাবন স্মার্টওয়াচ ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে, যা ভবিষ্যতের পরিধেয় প্রযুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।